কাতারের ওপর সৌদি জোটের অবরোধের এক মাস পার হয়েছে। এরপরও কাতারের বিভিন্ন ব্যবসাকেন্দ্র ও অর্থনীতির ওপর অবরোধের প্রভাব দৃশ্যমান হয়নি।
কেনাকাটা করতে আসা বদর জেরান নামে কাতারের একজন নাগরিক বলেন, ‘আমরা কোনো পার্থক্য অনুভব করছি না। সর্বত্রই একটা উৎসব-উৎসব পরিবেশ মনে হচ্ছে। পর্যটকরা বলছেন, গ্যাসসমৃদ্ধ উপসাগরীয় এই ছোট্ট দেশটির চোখ ঝলসানো মল ও বিলাসবহুল হোটেলগুলোতে অবরোধের চিহ্ন খুব কমই চোখে পড়ছে। অত্যাধুনিক কাপড়ের দোকানগুলোত গ্রীষ্মকালের উপযোগী হাল ফ্যাশনের পোশাক দেদারসে বিকোচ্ছে। মুদি দোকানগুলো ইউরোপ ও তুরস্কের মাংস ও পনিরে ঠাসা। এ ছাড়া মাত্র এক মাস আগে অস্ট্রেলিয়া থেকে দেশটির প্রধান বন্দর দিয়ে ৪৩০০টি গাড়ি ও ভেড়া আমদানি করা হয়েছে।ডাব্লিউ ও সেন্ট রেজিসের মতো বিলাসবহুল হোটেলগুলো ২৪ ঘণ্টা বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করছে। দর্শনার্থী ও পর্যটকদের জন্য উপচে পড়ছে কোমল পানীয়।কাতারের রাজধানী দোহায় আগের মতোই ভিড় জমাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নামিদামি লোকজন। ভিড় জমাচ্ছে বিভিন্ন ফুটবল দলের খেলোয়াড়েরা।
