গোলাগুলির ঘটনার একদিন পরেও আল-আকসা মসজিদটি বন্ধ করে রেখেছে ইসরাইলি কর্তৃপক্ষ। ফলে শনিবারও মুসলিমরা আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে পারলো না।
শেখ ইকরিমা সাবরি আনাদোলু নিউজ এজেন্সিকে বলেন,‘ইসরাইল সরকার আল-আকসা মসজিদে নামাজ এবং আযান নিষিদ্ধ করেছে। এছাড়া মসজিদে মুসলিমদের প্রবেশের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে’। গোলাগুলির ঘটনায় পবিত্র মসজিদের পাশ্ববর্তী স্থানে তিনজন ফিলিস্তিনি ও দুইজন ইসরাইলি পুলিশ নিহত হয়।গোলাগুলির ঘটনার পর গতকাল শুক্রবার ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদে জুম্মার নামাজ বাতিল করে দেয়। প্রায় ৫০ বছর পর এই প্রথম পবিত্র মসজিদটিতে মুসলিমরা জুম্মার নামাজ আদায় করতে পারলো না।ইসরাইলি পুলিশ নিরাপত্তা জোরদারের অজুহাতে শত শত সেনা মোতায়েন করে এবং জেরুজালেমের পুরানো শহরের প্রবেশদ্বারগুলোও বন্ধ করাসহ অনাবাসীদের শহরে ঢুকতে বাধা দিচ্ছে।১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয়।উল্লেখ্য, ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধ শুরু হয়েছিল ১৯৬৭ সালের ৫ জুন। এদিন ইসরাইল আরব রাষ্ট্রগুলোর উপর ভয়াবহ আক্রমণ শুরু করেছিল। মাত্র ছয় দিনের যুদ্ধে ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর, জেরুজালেম, মিশরের সাইনাই ও সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরাইল।১৯৮০ সালে জেরুজালেম শহরটিকে একত্রিত করে ইহুদি রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবী করে ইসরাইল। কিন্তু ইসরাইল এই পদক্ষেপকে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি।
আনাদোলু নিউজ এজেন্সি অবলম্বনে