ইরান বলেছে, বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি ও সাংঘর্ষিক নীতি দায়ী। তেহরানকে দুষ্ট রাষ্ট্র অভিহিত করারও সমালোচনা করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
বৃহস্পতিবার ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া, ইরান, সিরিয়ার মত দুষ্ট রাষ্ট্র ও সরকারের অর্থায়ন ও সমর্থনে নতুন হুমকির সৃষ্টি হচ্ছে। এই প্রেক্ষিতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বাহরাম কাসেমির বরাতে বলে, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও বিদ্রোহের কারণ ট্রাম্প তার খামখেয়ালি ও সাংঘর্ষিক নীতি ও কর্মপদ্ধতির মধ্যে খুঁজলেই পাবেন, পাশাপাশি এই অঞ্চলে তার একগুঁয়ে, আগ্রাসী ও দখলদার মিত্রদের কর্মকাণ্ড এর জন্য দায়ী।
জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও সহিংসতার জন্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ও মার্কিন মিত্র সৌদি আরবকে দায়ী করে। গত মাসে তেহরানে প্রথমবারের মতো আইএস জঙ্গি হামলা করতে সমর্থ হয়, নিহত হয় ১৮ জন। এই হামলার জন্যও ইরান সৌদি আরবকে দায়ী করে তবে তারা কোনো ধরণের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে। রয়টার্স।
