ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত ‘বহিরাগতদের’ ঢালাওভাবে মারধর করেছে একদল ছাত্রলীগকর্মী। শুক্রবার সন্ধ্যায় লাঠি-রড নিয়ে ক্যাম্পাসের ভিসি চত্বর, ফুলার রোড, শহীদ মিনার ও কলাভবন এলাকায় মারধরকারী ২০-২৫ জনের দলটি পাঁচটি মটরসাইকেলও ভাংচুর করেছে।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী ও পুলিশ জানায়, বেপরোয়া গতিতে মটরসাইকেল চালানো নিয়ে পুরান ঢাকার কয়েকজনের সঙ্গে ভিসি চত্বরে বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বহিরাগতরা তিন ছাত্রকে মারধর করে চলে যায়, পরে বিভিন্ন হল থেকে আসা ছাত্ররা জড়ো হয়ে ফুলার রোড ও শহীদ মিনার এলাকায় অবস্থানরত বহিরাগতদের মারধর করে।শহীদ মিনার এলাকায় থাকা পাঁচটি মটরসাইকেলে আগুন দেয় তারা। সেখানে হামলা শেষে কলাভবনের সামনে এসে বটতলা ও এর আশপাশে অবস্থানকারীদের উপর চড়াও হয় তারা। পরে আবার ভিসি চত্বর হয়ে ফুলার রোডের দিকে এগোলে প্রক্টর এসে তাদের থামান।নীলক্ষেত পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহব আলী এ ঘটনায় কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না সে বিষয়ে কিছু বলেননি।