এক বছর আগে তুরস্কে একটি অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়। সে অভ্যুত্থান প্রচেষ্টায় যুক্ত থাকার অভিযোগে সাত হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষককে চাকরিচ্যুত করল তুরস্ক সরকার।বরখাস্তদের মধ্যে ২,৩০৩ জন পুলিশ কর্মকর্তা, ৩০২ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন। এছাড়া ৩৪২ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সৈন্যও রয়েছেন।গত বছরের অভ্যুত্থান প্রচেষ্টাকে ঘিরে সৃষ্ট অস্থিরতার প্রতিক্রিয়া হিসেবে বিচার বিভাগ, পুলিশ ও শিক্ষাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে চাকুরিচ্যুতির মাধ্যমে এ শুদ্ধি অভিযান চালায় দেশটি। সর্বশেষ ৫ জুন থেকে চাকরিচ্যুতদের একটি তালিকাসমেত শুক্রবার সরকারি গেজেট প্রকাশ করা হয়।গেজেটে বলা হয়েছে, ‘যাদেরকে বরখাস্ত করা হয়েছে তারা রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সাথে জড়িত এবং সন্ত্রাসী সংগঠনের সদস্য। ’প্রসঙ্গত, এরই মধ্যে অভ্যুত্থানের প্রচেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে তুরস্ক ইতোমধ্যে দেড় লাখেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করেছে এবং সামরিক, পুলিশ ও অন্যান্য সেক্টর থেকে ৫০ হাজারেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে।এ ব্যাপারে তুর্কি সরকার বলছে, নিরাপত্তা হুমকি মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এদেরকে চাকরিচ্যুত ও গ্রেফতার করা হয়েছে। কিন্তু সমালোচকদের মতে, এর্দোগান তার রাজনৈতিক বিরোধী শক্তিকে কন্ঠরোধ করতে এ ব্যর্থ অভ্যুত্থানকে ব্যবহার করছেন।
