ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের সাড়ে ৯ বছরের কারাদণ্ড
দুর্নীতি ও ঘুষ নেয়ার দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সাড়ে নয় বছরের কারাদণ্ড হয়েছে। বামপন্থী লুলা ২০০৩ থেকে ২০১০ প্রেসিডেন্ট ছিলেন।লুলার বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা পেট্রোবাসকে কেন্দ্র করে তিনি বিপুল পরিমাণ টাকা ঘুষ নিয়েছেন। ব্রাজিলের নামী নির্মাণ সংস্থা ওএস তাকে সমদ্রতীরে এক বিলাসবহুল বাংলো পাইয়ে দেয় বলেও অভিযোগ রয়েছে।রায়ে এসব অভিযোগই অপরাধ বলে প্রমাণিত হয়েছে। এর পরে ৭১ বছরের লুলা আর আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারবেন না।লুলার ঘনিষ্ঠ মহলের দাবি, চক্রান্ত করেই লুলাকে ফাঁসানো হয়েছে, যাতে তিনি ক্ষমতায় ফিরতে না পারেন। যদিও খাতায়-কলমে আপিল করার সুযোগ লুলার রয়েছে। কিন্তু ব্রাজিলে বিচারপ্রক্রিয়ার শম্বুকগতিতে কোনও দ্রুত নিষ্পত্তি আশা করা কঠিন।কিছু দিন ধরেই রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল। গত বছর লুলার মনোনীত উত্তরসূরি জুমা হুসেফকে ইমপিচ করা হয়। জিউমা’র ভাইস প্রেসিডেন্ট মাইকেল তেমার এখন ক্ষমতায়।
দুর্নীতির বিরুদ্ধে অন্যতম কণ্ঠস্বর বলে পরিচিত বিচারপতি সার্জিও মোরো, যিনি লুলার সাজা ঘোষণা করলেন, তিনিও রাজনীতিতে আসতে আগ্রহী।-চ্যানেল আই
