ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুতে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ইস্পাত বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও অপর ২৩ জন আহত হয়েছে। শনিবার রাজ্য পুলিশ একথা জানিয়েছে।তামিল নাড়ু রাজ্যের রাজধানীর চেন্নাই থেকে ৩৭৩ কিলোমিটার দক্ষিণে থানজাভুরের ভাল্লাম শহরের একটি ওভারব্রিজে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘গতকাল সন্ধ্যায় থানজাভুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত ও অপর ২৩ জন আহত হয়েছে।’ তিনি আরো বলেন, ‘বাসের কয়েকজন যাত্রীর শরীরে ইস্পাতের রড ঢুকে যায়।রাষ্ট্র পরিচালিত আন্তঃজেলা রুটের যাত্রীবাহী বাসটিতে প্রায় ৬০ যাত্রী ছিল। এরা সকলেই স্থানীয় বাসিন্দা। এই ঘটনায় বাসের আট যাত্রী ও গাড়ি দুটির চালক প্রাণ হারিয়েছে।স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, ‘আহতদের থানজাভু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’পুলিশ জানায়, তারা এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে।প্রাথমিক তদন্তের পর গাড়ি দুটি অতিরিক্ত দ্রুত গতিতে চলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।মর্মান্তিক এই ঘটনায় স্থানীয় সরকার গভীর দুঃখ প্রকাশ করেছে। স্থানীয় সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের প্রত্যেককে আর্থিক সহায়তার ঘোষণা দেয়া হয়েছে।-বাসস
