মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, সরকার শিক্ষার আমুল পরিবর্তনে নানামুখী উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন সরকারের চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি স্কুল, কলেজ ও প্রাইমারি স্কুলকে জাতীয় করণ করছে।শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ডিগ্রি কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মো. আলমগীরের সভাপতিত্বে প্রভাষক প্রার্থ প্রতীম সৌমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মো. আবু জাফর, সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, গোকর্ন ইউনিয়নের চেয়ারম্যান হাছান খাঁন, ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, কলেজ পরিচালনা কমিটির সদস্য আবদুল বাকী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক মাইনুদ্দিন ভুইয়া শান্ত।
