বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইনজুরিতে আক্রান্ত হয়েছেন! খেলার মাঠ বা অনুশীলনে নয়; নিজের বাড়িতেই বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন সাকিব। এজন্য তিনি চলতি ফিটনেস ক্যাম্পেও অংশ নিতে পারেননি। আজ মিরপুর স্টেডিয়ামে প্রবেশের সময় তার পায়ে ব্যান্ডেজ বাঁধা ছিল। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন।
বিসিবি সূত্রে জানা গেছে, চোটটা খুব গুরুতর কিছু নয়। এ ধরনের চোট একটু বিশ্রামেই ঠিক হয়ে যায়। সাকিবকে হয়তো আগামী ৫/৬ দিন তাকে বিশ্রামে থাকতে হবে। জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে এলেও চোটের কারণে আজ অনুশীলন করেননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। পুরোপুরি সুস্থ হয়েই অস্ট্রেলিয়া সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করার মিশনে নামবেন সাকিব।অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সফরের লক্ষ্যে মিরপুরে শুরু হয়েছে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। আজ ছিল ক্যাম্পের ৬ষ্ঠ দিন। সকাল থেকেই গুঞ্জন ছিল সাকিব ইনজুরিতে পড়েছেন। তবে যা জানা গেছে, এই চোট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।