সিরিয়ার সরকারি বাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের দখল থেকে কয়েকটি তেলক্ষেত্র উদ্ধার করছে। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ রাকা এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আজ-জোর থেকে এ সব তেলক্ষেত্র উদ্ধার করা হয়েছে। গোটা দেশে তাকফিরিদের বিরুদ্ধে বিজয়ের অংশ হিসেবে এ সব তেলক্ষেত্র উদ্ধার করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানাকে বলেছে, সেনা অভিযানের মাধ্যমে ৭ তেলকুপ পুরোপুরি উদ্ধার করা হয়েছে।
সেনা অভিযানে ব্যাপক সংখ্যক দায়েশ নিহত হয়েছে। নিহতদের মধ্যে দায়েশের সৌদি ও তিউনিশিয়ার শীর্ষস্থানীয় কমান্ডাররা রয়েছে বলে উল্লেখ করা হয়। এ ছাড়া, ২৯ গাড়ি বোমা, পাঁচ ট্যাংকসহ অনেক অস্ত্র এবং পাঁচ কমান্ড সেন্টার ধ্বংস করা হয়েছে।
