যশোরে ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলামের বাড়িতে বোমা হামলা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। গুলিও ছোঁড়া হয়েছে কয়েক রাউন্ড। রোববার বেলা দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় যশোর-বেনাপোল সড়কে যানবাহন চলাচল কিছু সময়ের জন্যে বন্ধ হয়ে যায়। আতঙ্কিত ব্যবসায়ীরা বাজারে তাদেও দোকানপাট বন্ধ করে দিয়েছেন। পুলিশ ওই হামলার ঘটনা নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,বেলা দেড়টার দিকে যখন স্থানীয় মসজিদে নামাজের জন্য মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছিলেন; সে সময় যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা সোহাগ পরিবহন কাউন্টারের পাশের ঝিকরগাছা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলামের বাড়িতে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। পর পর ৮টি বোমা এবং ৫ রাউন্ড গুলির বিকট শব্দে কেঁপে উঠে পুরো বাসস্ট্যান্ড এলাকা। মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় গোটা ওই এলাকা। বন্ধ হয়ে যায় যশোর বেনাপোল সড়কটি। বাজারের লোকজন দোকানপাট বন্ধ করে নিরাপদে আশ্রয় নেয়। ঘটনার সময় পুলিশ অবস্থান করলেও কাউকে আটক করতে পারেনি। তবে বাড়িতে ক্ষয়ক্ষতি হয়ছে কি-না জানা যায়নি। ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই ব্যাপারে মনিরুল ইসলাম জানিয়েছেন, তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না। সন্ত্রাসী দফায় দফায় বোমা এবং ৫/৬ রাউন্ড গুলি ছোঁড়ে। সন্ত্রাসীরা তার বাড়ি ঘিওে রেখেছিল বলে তিনি জানতে পেরেছেন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিমের বলেন, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামের বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে বলে জানতে পেরেছি। ৫টি বোমা এবং ২/৩ রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে বলে সংবাদ এসেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি বলেন, স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষরা ওই হামলা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
