গরু পাচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেছেন, যে থানা এলাকায় গরু পাচারের ঘটনা ঘটবে সেই থানার ওসিকে বরখাস্ত করা হবে।মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যবাসী নিজেদের হাতে আইন তুলে নিলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে। এ জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো থানার কর্তব্যরত পুলিশ কর্মীদের বিরুদ্ধে যদি মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে, সেক্ষেত্রেও রক্ষা পাবে না থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এরআগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে গো-রক্ষকদের তাণ্ডব নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনিও কড়া ভাষায় বলেছিলেন, গো-রক্ষার নামে নিরীহ মানুষকে হত্যা কোনোভাবেই ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এ ব্যাপারে সরব হলেন।
