চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় দোতলা একটি বাড়িতে আগুন লেগে যায়। এ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন মারা গেছেন বলে জানা গেছে।স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৪টার সময় জিয়াংসুর চাংশু শহরের ওই বাড়িতে আগুন লাগে।এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।সাংহাইয়ের উত্তর-পশ্চিম দিকের শহরটির ওই বাড়িতে কতো লোক বাস করত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বের করতে তদন্ত শুরু করা হয়েছে।
সূত্র : চ্যানেল নিউজ এশিয়া
