মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচের দাবিতে গোটা আমেরিকায় বিক্ষোভ হয়েছে। হলিউডে দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে ট্রাম্পের সমর্থকসহ দুই বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
রিফিউজফ্যাসিজম আয়োজিত এ বিক্ষোভ গতকাল নিউ ইয়র্ক নগরী, নিউ জার্সি, শিকাগো, ফিনিক্স, ওয়াশিংটন, বোস্টন, পোর্টল্যান্ড এবং লস অ্যাঞ্জেলসসহ অন্তত ২০ স্থানে হয়েছে। আমেরিকায় ট্রাম্প-পেনেন্স প্রশাসনের শাসন অবসানের দাবি জানিয়ে আসছে বর্তমান মার্কিন প্রশাসনের কট্টর বিরোধী সংগঠন রিফিউজফ্যাসিজম।
ফেসবুকে দেয়া স্টাটাসে রিফিউজফ্যাসিজম বলেছে, ট্রাম্প-পেনেন্স প্রশাসন প্রতিদিনই অভিবাসী এবং মুসলমানদের ওপর ফ্যাসিস্ত হামলা বাড়াচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য সেবা, গরীব মার্কিন নাগরিক, কৃষ্ণাঙ্গ এবং বাদামী জনগোষ্ঠীসহ নারীদের বিরুদ্ধে বর্তমান মার্কিন প্রশাসনের হামলার বিষয়টিও তুলে ধরা হয় এতে।
হলিউডে ট্রাম্প বিরোধী এবং সমর্থক উভয় দলই বিক্ষোভ শোভাযাত্রা করেছে। দুই দলের মধ্যে সংঘর্ষের জের ধরে দুই ব্যক্তিকে এখান থেকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন ট্রাম্পরে সমর্থক। বিরোধী পক্ষের এক ব্যক্তির ওপর হামলার দায়ে তাকে আটক করা হয়েছে। হামলার শিকার ৭২ বছর বয়সী মার্কিন নাগরিক বলেছেন, হামলাকারীর বিরুদ্ধে মামলা করবেন তিনি। আটক দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য খবরে দেয়া হয়নি।
এ নিয়ে দ্বিতীয়বার হলিউড বুলেভার্ডে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ ঘটল। মার্চে একই রকম বিক্ষোভ শোভাযাত্রা করেছিল উভয় পক্ষ।
মার্কিন সংবিধান অনুযায়ী মারাত্মক অপরাধ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে প্রেসিডেন্টের ইমপিচ করা যায়। এ জন্য দেশটির সংখ্যাধিক্য জনপ্রতিনিধির ভোটের প্রয়োজন রয়েছে। অবশ্য, বর্তমানে মার্কিন জনপ্রতিনিধিদের বেশির ভাগই রিপাবলিকান দলের সদস্য।
