দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, এই রিলিফ নিয়ে যেন কোন প্রকার কথা না ওঠে। কোন প্রকার দুর্নীতির যেন ছোঁয়া না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ত্রাণ বিতরণে যদি কোন দুর্নীতি পাওয়া যায়, তবে তাকে ছাড় দেয়া হবে না। রবিবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, দুর্গতদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। একটি বানভাসি মানুষও না খেয়ে থাকবে না। বানভাসি ও নদী ভাঙনের শিকার প্রত্যেকটি পরিবারকে পুনর্বাসন করা হবে।সভায় গাইবান্ধা ৫ আসনের সাংসদ ও ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, সুন্দরগঞ্জ ১ আসনের সাংসদ গোলাম মোস্তফা আহম্মেদ, পুলিশ সুপার মাসরুকুর রহমান খালেদ, ডিডিএলজি শফিকুল ইসলাম সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
