দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন হাসপাতাল সিলগালা করাসহ ভুয়া চিকিৎক আটক করেছে র্যাব ১৩ এর দিনাজপুরের (ক্রাইম প্রিভেনশন) ক্যাম্পের সদস্যরা। এ সময় চিকিৎসা উপকরণসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। আজ রবিবার বিকেলে ওই অভিযান চালান তারা। ১১ মাস আগে আবাসিক ভবনের নিচতলা ভাড়া নিয়ে ‘কে. আর লায়ন আই হাসপাতাল’ নামে চক্ষু চিকিৎসা কেন্দ্র খুলে বসেন রেজাউল করিম নামে একজন ভুয়া চিকিৎসক। জানা গেছে, ভুয়া সনদপত্র ব্যবহার করে চোখের ছানি অপারেশনসহ চক্ষু ক্যাম্প পরিচালনা করে আসছিলেন রেজাউল করিম চৌধুরী নামের ওই ব্যক্তি। ১১ মাসের মধ্যে শতাধিক রোগীর চোখে অপারেশন করাসহ জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন তিনি। অপারেশন থিয়েটার এবং রোগীর বেডও স্থাপন করা হয়েছে ওই হাসপাতালে।ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানিয়েছেন, সরকারি অনুমোদন ছাড়াই হাসপাতালটি চালাচ্ছিলেন ভুয়া চিকিৎসক রেজাউল করিম চৌধুরী। তার শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ সংক্রান্ত সনদপত্রও জাল। অভিযানে অংশ নেন ডেপুটি সিভিল সার্জন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেনসহ অন্যান্যরা। হাসপাতালটি সিলগালা এবং মালামাল জব্দ করা ছাড়াও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা করা হবে।
