দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমা হক বলেছেন, দেশে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গণমাধ্যকর্মীরাই সঠিক তথ্য দিয়ে সরকারকে সব থেকে বেশি সহায়তা করতে পারেন। এতে করে সরকার প্রকৃত তথ্য জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। আজ রবিবার বিকালে ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্স প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের জান-মাল রক্ষা করতে প্রশাসন সার্বক্ষণিকভাবে সজাগ রয়েছে। বর্তমানে দেশের নদ-নদীতে পানি বৃদ্ধি ও ভাঙন দেখা দিয়েছে। আমরা সম্মিলিত উদ্যোগে পরিস্থিতি মোকাবিলা করতে পারি। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজিত এ প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক উপস্থিত ছিলেন।অতিরিক্ত সচিব আরও বলেন, ডিজিটাল যুগে গণমাধ্যম অনেক বেশি শক্তিশালী। অনেক সংবাদ স্থানীয় প্রশাসনের কাছে না থাকলেও সংবাদকর্মীদের কাছে পাওয়া যায়।
গণমাধ্যম কর্মীদের স্থানীয় প্রশাসনকে সহায়তার আহবান জানিয়ে প্রধান অতিথি বলেন, আপনাদের দেওয়া দুর্যোগের সংবাদ প্রশাসনকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
এদিকে, এর আগে দুপুরে একই স্থানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন অতিরক্তি সচিব শামীমা হক। সভায় ফরিদপুরের সরকারি দপ্তরসহ বিভিন্ন উপজেলার ইউএনও এবং জনপ্রতিনিধিরা অংশ নেন।
