সিরাজগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টায় আহত আব্দুল কাইয়ুমকে (১২) আবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টায় হাসপাতালের শিশু ওয়ার্ডের সার্জিক্যাল ইউনিটে তাকে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, আজ রোববার দুপুরে তাকে আইসিইউ থেকে সংকটাপন্ন অবস্থায় অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে অস্ত্রপচার শেষে আবারো আইসিইউতে নেয়া হয়েছে। তার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
কাইয়ুম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিলগজারিয়া গ্রামের ইলিয়াসের পুত্র। সে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার একটি পোল্ট্রি ফিড তৈরির কারখানায় কর্মরত।
শাজিমেক হাসপাতালের উপপরিচালক ডা: নির্মলেন্দু চৌধুরী জানান, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান আবদুল মোত্তালেব হোসেনের নেতৃত্বে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। পরিক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, কাইয়ুমের নাড়ির একাধিক জায়গায় ছিড়ে গেছে। তাই অপারেশনের সিদ্ধান্ত নেয়া হয়।
মেডিক্যাল টিমের সভাপতি ও শজিমেকের সার্জারি বিভাগের প্রধান ডা: আবদুল মোত্তালেব হোসেন জানান, রোববার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত অপারেশন হয়েছে। ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত বলা যাবে না শিশুটি শংকামুক্ত কি-না।
গত শনিবার সকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার একটি পোল্ট্রি ফিড তৈরির কারখানায় কর্মরত শিশুকে ধরে কয়েকজন উচ্ছৃংখল শ্রমিক তার পায়ুপথে বাতাস ঢুঁকিয়ে দেয়। এতে পেট ফুলে গুরুতর অসুস্থ হয় সে। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়। ক্লিনিক কর্তৃপক্ষের পরামর্শে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
