Home 20 দেশের খবর 20 প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনী কমিটি গড়ে তুলুন’

প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনী কমিটি গড়ে তুলুন’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নির্দেশ প্রতিটি ভোটকেন্দ্রে এখনই নির্বাচনী কমিটি গড়ে তুলুন। আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। সকল জেলা, উপজেলা, ওয়ার্ড ইউনিয়নের সাধারণ সম্পাদকবৃন্দ এখন থেকে এই কাজ শুরু করুন। তিনি দলীয় নেতাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘ভাল লোকদের দলে আনুন। দল ভারি করতে গিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী সাম্প্রদায়িক ব্যক্তিরা যেন আওয়ামী লীগের সদস্য না হয়।’
রবিবার নগরীর বাকলিয়ায় কে.বি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ‘আগামী নির্বাচনে যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইছেন তাদের সম্পর্কে গোপনীয় তথ্য নেত্রীর কাছে যাবে, জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই প্রার্থী করা হবে।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সংগঠনের ভিতরে দেখা গেছে অনেকেই নিজেরা নিজেদের বিরুদ্ধে এমনভাবে কথা বলেন, শুনে মনে হয় আপন দলের লোক বিএনপি’র লোকদের চেয়েও বড় দুশমন।’
‘আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিজয় কেউ ঠেকাতে পারবে না’ উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের পরাজয় হলে বিএনপি এবং তার দোসররা ২০০১ সালের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠবে। দেশের পরিস্থিতি অন্ধকারে নিপতিত হবে। তারা আবারো সে সময়ের মতো খুন, লুণ্ঠন ও একুশে আগস্টের মতো ঘটনা ঘটাবে। তারা ওইবার ক্ষমতায় এসে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিলো। এই নৃশংসতার পুনরাবৃত্তি করবে তারা। এই কথা যদি মনে করেন তাহলে আওয়ামী লীগের ভিতরে কেউ অনৈক্য করবেন না।’
প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক মফিজুর রহমানের উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যথাক্রমে সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, নজরুল ইসলাম চৌধুরী এমপি, আবু রেজা মোহাম্মদ নদভি এমপি, শামসুল হক চৌধুরী এমপি এবং মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি প্রমুখ।

About Dhakar News

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা: মৎসজীবীদের উদ্বেগ

মো: ফিরোজ ফরাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী): ইলিশ আহরণে সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞার মাথায় হাত পড়েছে রাঙ্গাবালীর ...

রাজধানীতে গ্যাস লাইন বিস্ফোরণ: দগ্ধ ৫

রাজধানী ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী নামাপাড়া রোডে ওয়াসার কাজ করার সময় তিতাস গ্যাসের লাইন বিস্ফোরণে ৫ ...

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই: ড.আনোয়ার খান এমপি

মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর): দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই ...

নাব্যতা সংকটে দারছিড়া: ভোগান্তিতে এলাকাবাসী

মোঃ ফিরোজ ফরাজী রাঙ্গাবালি (পটুয়াখালী):পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা। একপাশে বঙ্গপসাগর তিন দিকে নদী। রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া ...

মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ ২ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জের সীমান্ত চরকিশোরগঞ্জে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এক শিশুসহ দুইজনের লাশ উদ্ধার করা ...