সেনেগালের একটি ফুটবল স্টেডিয়ামের দেয়াল ধসে অন্তত আট জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছে। রাজধানী ডাকারে ফটুবল লিগের খেলা শেষে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।ডাকারের দেমবা ডিওপ স্টেডিয়ামে লিগ কাপ খেলার শেষ বাঁশি বেজে ওঠার পরই দুই পক্ষের সমর্থকরা ভয়াবহ মারপিটে জড়িয়ে পড়ে। পুলিশ তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে। ফলে স্টেডিয়ামে আতংক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি শুরু হয়। এতে অনেকে পায়ের তলায় চাপা পড়ে এবং দেয়াল ধসে হতাহতের ঘটনা ঘটে।
অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কাঁদানে গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন একটি নিচু দেয়াল ঠেলাঠেলি করছে লোকজন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গেছে।
এদিকে, নিহতদের প্রতি সম্মান জানাতে আজ (রোববার) আসন্ন নির্বাচনের প্রচার চালানো হবে না বলে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাকি সালের এক মুখপাত্র।-পার্স টুডে
