রাজধানীতে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে বিষপানে আসমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জ জেলার সেনের বাজার গ্রামের আবদুল মালেকের স্ত্রী। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ডেমড়া স্টাফ কোয়ার্টার এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন আসমা।হাসপাতাল সূত্রে জানা যায়, এ ঘটনার পর আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আসমাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত আসমার ছেলে ফারুক হোসেন জানান, তার বাবা মালেক সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেই সুবাদে তিনি সাভারে থাকেন। মাঝে মাঝে ডেমড়ার বাসায় আসেন। কয়েক দিন আগে তার বাবা গোপনে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি গতকাল শনিবার জানতে পেরে তার মা রাতে মোবাইল ফোনে তার বাবার সঙ্গে ঝগড়া করেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে বিছানায় তার মাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তখন তার মুখ দিয়ে ফেনা বেরুচ্ছিলো। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।