টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীনের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি করেছে একটি প্রতারক চক্র।
রোববার বিভিন্ন সময়ে তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বর ক্লোন করে ইউএনও পরিচয় দিয়ে ইউপি চেয়ারম্যান, সচিবসহ বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করে ফোন দেয় চক্রটি। তবে এই প্রতারক চক্রের দাবি অনুযায়ী কেউ অর্থ প্রদান করেনি।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন জানান, এ প্রতারক চক্রটি বিভিন্ন নম্বরে বিকাশের মাধ্যমে দাবিকৃত অর্থ প্রদান করতে বলে।উপজেলার প্রায় সকল ইউপি চেয়ারম্যানকে ইউএনও পরিচয় দিয়ে ফোন দিয়ে টিআর কাবিখার বরাদ্দের জন্য বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
