ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে তিন হাজারেরও অধিক মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানানো হয়, চারটি বিভাগ সম্মিলিতভাবে ৩০২৩ টি মামলা ও ১৬ লক্ষ ৩৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে।রবিবার দিনভর ঢাকা মহানগরীর ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।
এ সময় ৬৩ টি গাড়ি ডাম্পিং ও ৪৬৬ টি গাড়ি রেকার করা হয়।
