রাজধানীর মগবাজারের দিলু রোডে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। পুলিশ জানিয়েছে গুলিবিদ্ধ আনোয়ার হোসেন (৫৫) বাংলাদেশ মেডিকেল ডিভাইস অ্যাসোসিয়েশনের সভাপতি।
ইস্কাটন রোডের বাসা থেকে প্রাইভেটকার চালিয়ে দিলুরোড দিয়ে যাবার পথে কয়েকজন অস্ত্রধারী তাকে তিনটি গুলি করে। দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও একটি তার পিঠে লাগে। পরে সোমবার বেলা ১১টার দিকে স্বজনরা তকে হাসপাতালে নিয়ে যান।
আনোয়ারের প্রাণ শঙ্কা নেই বলে চিকিৎসকরা জানান।
