এবারে ভিসা জটিলতার কারণে ৪০ হাজার হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ তথ্য জানিয়েছেন।হজক্যাম্পে হজযাত্রীদের জন্য বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রী পরিবহনে শতভাগ প্রস্তুত হলেও ভিসা না পাওয়ায় তাদের পরিবহন করতে পারছে না। সবচেয়ে বড় সমস্যা হবে ফ্লাইট বরাদ্দ নিয়ে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর জন্য বিমান আবেদন করেছে। সেগুলো পেলে সমস্যা হবে না। আর না পেলে ৪০ হাজার হজযাত্রীর হজ অনিশ্চিত হয়ে পড়বে।’এদিকে ভিসা জটিলতা ও যাত্রী সংকটের কারণে মঙ্গলবার ৪ টি হজ ফ্লাইট বাতিল ঘোষণা করে বিমান বাংলাদেশ বাংলাদেশ এয়ারলাইন্স।
