বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠার খাটিয়াল পাড়া গ্রামে স্কুল ছাত্রীসহ ৬ তরুণীর বাড়ীর পুকুরে গোসল করার দৃশ্য ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়েছে।পাশাপাশি কম্পিউটারের দোকান থেকে বিভিন্ন মোবাইল ফোনে টাকার বিনিময়ে সরবরাহ করা হয়েছে।এই ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সেই ৬ তরুণীর মধ্যে এক স্কুল ছাত্রীর ভাই রুহুল আমিন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করার পরপরই তাদেরকে গ্রেপ্তার করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেপ্তাররা হলেন, ওই এলাকার শাজাহান ফকিরের ছেলে তসলিম ফকির (২৬), আকবর ফকির (৪৫) এবং জসিম ফকিরকে (২৮)।অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, খাটিয়ালপাড়া গ্রামের স্কুল ছাত্রী তিন বোন ও তাদের চাচাত ভাইয়ের দুই মেয়ে নিজ বাড়ির পুকুরে গোসল করছিল। ওই সময় ওই তরুনীদের গোসলের ও পোশাক পাল্টানোর নগ্ন দৃশ্য উপজেলার বরাকোঠা এলাকার শাজাহান ফকিরের ছেলে তসলিম ফকির তার মোবাইল ফোনে ধারণ করেন।
পরে তা শেরে বাংলা বাজারে তসলিম ফকির তার নিজের কম্পিউটারের দোকান থেকে বিভিন্ন মোবাইল ফোনে টাকার বিনিময়ে সরবরাহ করে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্কুল ছাত্রীসহ ওই ছয় তরুনীর ঘর থেকে বের হওয়া প্রায় বন্ধ হয়ে যায়।
এক স্কুল ছাত্রীর ভাই রুহুল আমিন ভিডিও ধারনকারী তসলিম ফকিরকে ভিডিও ধারন করা মেমোরী কার্ডটি ফেরত চাইলে তসলিম মেমোরী কার্ড বাবদ তার নিকট নগদ ২০ হাজার টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করায় পুনরায় সে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়।
এ ঘটনায় বৃহস্পতিবার এক স্কুল ছাত্রীর ভাই রুহুল আমিন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে।
এ সময় তাদের নিকট থেকে নগ্ন দৃশ্য ধারনকারী মেমোরী কার্ড ও একটি কম্পিউটার জব্দ করা হয়।
বিষয়টির সত্যতা স্বীকার করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার সাংবাদিকদের জানিয়েছেন, স্কুল ছাত্রীদের গোসলের দৃশ্য ধারণ করে প্রতারকচক্র টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছিল। ওই চক্রের প্রধান তসলিম ফকিরসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ভিডিওচিত্র ধারণা করা একটি মেমোরিকার্ড উদ্ধার করা হয়েছে।
