ভারতে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।উত্তর প্রদেশের মুজাফফর নগর থেকে সন্ত্রাসবাদী সংগঠনটির সদস্য আব্দুল্লাহকে গ্রেফতার করে দেশটির এন্টি-টেরর স্কোয়াডের সদস্যরা।অভিযোগ উঠেছে আব্দুল্লাহ সেখানে নিজের ও অন্য সঙ্গীদের জন্য জাল পরিচয়পত্র সংগ্রহের চেষ্টা করছিল। পাশাপাশি তিনি তরুণদের সন্ত্রাসবাদে জড়িত করার কাজও করছিল।আব্দুল্লাহর কাছ থেকে ভুয়া পাসপোর্ট, আধার ও ১৩ পরিচয় পত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।মধ্যপ্রাচ্য ভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের মতাদর্শে অনুপ্রাণিত এই আনসারুল্লাহ বাংলা টিম। এই সংগঠনটির বিরুদ্ধে একাধিক ব্লগার হত্যার অভিযোগ রয়েছে।এদিকে আইএস ভাবধারায় উদ্বুদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতারের ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতের পুলিশ প্রশাসন। তারা এ সংগঠনসহ সন্ত্রাসবাদী অন্য সংগঠনের সদস্যদের ধরতে অভিযান জোরদার করছে। খবর এনডিটিভির।
