জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এই নিষেধাজ্ঞা তাদের দেশের সার্বভৌমত্বের ওপর লঙ্ঘন দাবি করে এর বিরুদ্ধে ‘উপযুক্ত ব্যবস্থা’ গ্রহণের অঙ্গীকার করেছে দেশটি।সোমবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থার খবরে এ তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে পিয়ংইয়ংয়ের পূর্ববর্তী অবস্থান পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরী নীতি যতক্ষণ পর্যন্ত বজায় থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনার টেবিলে বসবে না। তবে, নতুন এই নিষেধাজ্ঞার জবাবে দেশটি কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে তা বিস্তারিত জানানো হয়নি।বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র মনে করছে যে মহাসমুদ্রে জুড়ে তার ভূমি নিরাপদ আছে, কিন্তু বাস্তবে এর চেয়ে বড় কোন ভুল হতে পারে না।’
সূত্র: রয়টার্স