জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘প্রতিদিন খবরের কাগজ খুললে, খালি ধর্ষণ আর খুনের সংবাদ পাওয়া যায়। দেশে যেন আর কিছুই নেই। আমি সেদিন বলেছি, এ দেশে নারী হয়ে জন্মগ্রহণ করা একটি মহাপাপ, অভিশাপ।’সোমবার চট্টগ্রামের একটি হোটেলে একটি ব্যাংকের বার্ষিক সভায় অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘প্রতিদিন খবরের কাগজ খুললে, খালি ধর্ষণ আর খুনের সংবাদ পাওয়া যায়। দেশে যেন আর কিছুই নেই। আমি সেদিন বলেছি, এ দেশে নারী হয়ে জন্মগ্রহণ করা একটি মহাপাপ, অভিশাপ। নারীর ক্ষমতায়নের কথা শুনি তা কেবল ঢাকা শহরেই। গ্রামে, গঞ্জে মেয়েরা নিরাপদ নয়।
এরশাদ বলেন, ‘সব তো খবরের কাগজে আসে না। যেটুকুই পড়ি, দুঃখ হয়। আমরা এমন ছিলাম না।’রাজনৈতিক স্থিতিশীলতা না এলে দেশে বিনিয়োগ হবে না বলেও জানান এইচ এম এরশাদ।এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সংসদ সদস্য মাহজাবিন মোরশেদ ও সোলাইমান আলম শেঠ উপস্থিত ছিলেন।
