রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে ভাঙচুর চালিয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ছাঁটাই বন্ধসহ বেশ কিছু দাবিতে মিরপুর-১ নম্বরে সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করে মেরিডিয়ান গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা। প্রত্যক্ষদর্শী লোকজনের ভাষ্য, মেরিডিয়ান গার্মেন্টসের নয়জন শ্রমিককে কয়েক দিন আগে কর্তৃপক্ষ ছাঁটাই করে। আজ সকালে শ্রমিকেরা গিয়ে দেখতে পান, তাঁদের কারখানাটি ৯ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব কারণে বিক্ষুব্ধ শ্রমিকেরা মিরপুর-১ নম্বরে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আকলিমা আক্তার সাংবাদিকদের জানান, কারখানাটির শ্রমিকেরা বিজিএমইএ ভবনের দিকে রওনা হয়েছেন।
