বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ এ সেতুমন্ত্রী বলেছেন, তাদের সংসদ ভেঙে দেয়ার স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে যাবে। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে বলেন, বিদেশে বসে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বিদেশিরা কখনো ক্ষমতায় বসাবে না। দেশের জনগণ যাকে চাইবে তারায় ক্ষমতায় থাকবে।
