ক্যান্টিনের খাবার খেয়ে নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের ৩৩ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন । তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার সকালে খাবার খেয়ে ওই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। আজ বুধবার সকালে আরো কয়েক ছাত্রী ক্যান্টিনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়ে নোয়াখালী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবদুল আজিম জানান। তিনি বলেন, ইনস্টিটিউটের প্রথম ও দ্বিতীয় বর্ষের ৩৩ ছাত্রীকে চিকিৎসা হচ্ছে। আরো ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।
অসুস্থরা পাতলা পায়খানা ও বমি হওয়ায় তাঁরা দুর্বল হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
