আঙ্কারা ও বার্লিনের মধ্যকার বহু বিস্তৃত সম্পর্ককে নষ্ট করতে জার্মানি সন্ত্রাসী কার্যকলাপকে উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।মঙ্গলবার কৃষ্ণসাগরের তীরবর্তী প্রদেশে রাইজে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, তুরস্কের পক্ষ থেকে জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলকে এ সম্পর্কিত ৪,৫০০টি প্রমাণ দেয়া হয়েছে কিন্তু এর একটিরও উত্তর দেননি তিনি।’তিনি বলেন, ‘এখানে যদি কোনো সন্ত্রাসী থাকে, তখন আপনি আমাদের কাছে তাকে ফেরত চাইতে পারেন কিন্তু একইভাবে আমরা কেন আপনার কাছে আমাদের সন্ত্রাসীকে ফেরত চাইতে পারব না। আপনি বলছেন আপনার বিচার বিভাগ আছে, কিন্তু তুরস্কে কি তা নেই?’তুরস্কের গণতন্ত্র এবং আইন শাসনের প্রশ্নে সাম্প্রতিক মাসগুলোতে জার্মানি এবং তুরস্কের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। অন্যদিকে, এরদোগান জার্মানির কর্মকাণ্ডকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেন।গত বছর আঙ্কারায় অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে দেশটির উচ্চ পর্যায়ের সেনা ও বেসামরিক নাগরিক যারা জার্মানিতে বাস করছেন তাদেরকে হস্তান্তর করতে বার্লিন প্রত্যাখ্যান করে।
সূত্র: রয়টার্স