প্রধানমন্ত্রীর নির্দেশে সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ডের কার্যক্রম ৮০ ভাগ এগিয়েছে। খুব দ্রুতই এটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার টাঙ্গাইলের রাবনা এলাকায় মহসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব সকথা বলেন।তিনি বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মত দিয়েছেন। তিনি তথ্য মন্ত্রীকে এ বিষয়ে নিদের্শনাও দিয়েছেন। নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য কাজ ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। তিনি আরো বলেন, সাংবাদিক সংগঠনগুলোও এ ব্যাপারে ঐক্যবদ্ধ আছে। এ বিষয়ে শুধু মালিকপক্ষকে পাওয়া যাচ্ছে না। মালিকপক্ষ এগিয়ে এলেই আলাপ আলোচনার মাধ্যমে নবম ওয়জ বোর্ড ঘোষণা করা হবে।’
এর আগে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী বলেছিলেন নবম ওয়েজবোর্ড আননেসেসারি তারা সরকারী কর্মচারীদের চেয়ে বেশি বেতন পান।
