ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে জ্যামাইকার তৃতীয় ম্যাচে অনেকটা নিষ্প্রভই ছিলেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ৪ উইকেটের ব্যবধানে আরেক বাংলাদেশ মেহেদি হাসান মিরাজের দল ত্রিনবাগো নাইট রাইডার্সকে ঠিকই হারিয়ে দিয়েছে জ্যামাইকা। তিন ম্যাচে জ্যামাইকার এটি দ্বিতীয় জয়। নিজ দলের একাদশে সাকিব খেললেও সিপিএলে এখনও অভিষেক ঘটেনি মিরাজের।
এ ম্যাচে টস জিতে প্রথমে নাইট রাইডার্সকে ব্যাটিং করতে পাঠায় জ্যামাইকা। ব্যাটিং-এ নেমে ১ বল বাকি থাকতেই ১৪৭ রানে গুটিয়ে যায় নাইট রাইডার্স। নিউজিল্যান্ডের কলিন মুনরো সর্বোচ্চ ২৫ বলে ৪১ ও ড্যারেন ব্রাভো ২৫ বলে ৩৩ রান করেন। জ্যামাইকার কেসরিক উইলিয়ামস ও ওডিয়ান স্মিথ ৩টি করে উইকেট নেন। পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এসে ১ ওভারে ১২ রান দেন সাকিব।
জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক শ্রীলংকার কুমার সাঙ্গাকারার ৪৭ ও লেন্ডল সিমন্সের ১৮ বলে ৩৮ রানের সুবাদে ৪ বল হাতে থাকতেই জয় তুলে নেয় জ্যামাইকা। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে ২২ বলে ১৬ রান করেন সাকিব। সূত্র: বাসস।
