Home 20 জাতীয় 20 ২২ আগস্ট থেকে অটোরিকশা ধর্মঘট

২২ আগস্ট থেকে অটোরিকশা ধর্মঘট

ঢাকা মহানগরীতে আগামী ২২ আগস্ট থেকে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা সিএনজি অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদ।
অটোরিকশা শ্রমিকরা ১০ দফা দাবি ঘোষণা করে সরকারকে তা মেনে নেয়ার আহ্বান জানান।অন্যথায় ২২ আগস্ট সকাল থেকে ঢাকা মহানগরীতে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘটে যাবে বলে তারা হুশিয়ারি দেন।বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়।সমাবেশ শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন অটোরিকশা শ্রমিকরা।মানববন্ধনে গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার নিবন্ধনকৃত মিটারিহীন সিএনজিচালিত অটোরিকশা পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় ঢাকা মহানগরীতে বেআইনিভাবে চলাচল করছে জানিয়ে তা বন্ধসহ ১০ দফা দাবি পেশ করে অটোরিকশা শ্রমিকরা। শ্রমিকরা বলেন, ঢাকা মহানগরে চলাচলরত অটোরিকশা সেক্টরে বিরাজমান নৈরাজ্য দূর করতে ও যাত্রী পরিবহন সেবার মান উন্নয়নে সরকার ২০০৭ সালে ঢাকা মহানগরীতে বসবাসকারী থ্রি-হুইলার লাইসেন্সধারীদের অতিরিক্ত ৫ হাজার অটোরিকশা দেয়ার সিদ্ধান্ত নেয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ে ২০১৩ সালে অনুষ্ঠিত সভায় লিভ টু আপিল প্রত্যাহার সাপেক্ষে বিআরটিএর চেয়ারম্যান সব ধরনের বিধান অনুসরণ করে এক থেকে দেড় মাসের মধ্যে ওই অটোরিশা বিতরণের ব্যবস্থা নিলেও সেগুলো এখন পর্যন্ত কার্যকর হয়নি।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব মোহাম্মাদ হানিফ খোকন, সদস্য মজিবুর রহমান মাস্টার, আজহার আলী, মো. রমজান আলী প্রমুখ।

About Dhakar News

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

শেখ রাসেলের ৬০তম জন্মদিন : শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ...

বিএনপির গণসমাবেশ:রাতভর পুলিশি অভিযানে আটক ২০

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। রাতভর ...

কোনো ছাড় নয়, ডিসেম্বরের চেয়ে কড়া খেলা হবে : ওবায়দুল কাদের

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো ছাড় হবে না। ডিসেম্বরের চেয়ে ...

নাইকো দুর্নীতি মামলা: খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ১৯ অক্টোবর

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ ...

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রাষ্ট্রপতি

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাসস জানায়, সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে ...