দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, যা কিছু ঘটছে সব দেশীয় জঙ্গির কাজ বলে মন্তব্য করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন।রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন । স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৭১ এর ঘাতকরা শুধুমাত্র স্বাধীনতার বিরোধীতা করেই থেমে থাকেনি। তারা ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এখনো এ ঘাতকরা প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা চালিয়েছে। একইভাবে ২১ আগস্ট হামলা করেছে।
স্বরাষ্টমন্ত্রী আরো বলেন, আমরা দেখেছি এ আগস্ট মাসেই একসাথে ৬৩ জেলায় বোমা ফাটিয়ে তারা তাদের শক্তির জানান দিয়েছে। এসব সন্ত্রাসীরাই এখন বিভিন্ন নামে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। বাইরে থেকে এসে কেউ হত্যাকাণ্ড করছে না। এরা আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই এসব ষড়যন্ত্র করছে।’
এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, ‘এমন হয়ে গেছে ছাত্রলীগ মানেই মারামারি, মাদক। এসব থেকে বেরিয়ে আসতে হবে। ছাত্রলীগ বঙ্গবন্ধুর সংগঠন। তাই এ শোকের মাসে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এসব মাদক, সন্ত্রাস মুক্ত হবে ছাত্রলীগ।’
এসময় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বঙ্গবন্ধু সম্পর্কে জানতে বঙ্গবন্ধুকে বুঝতে তার অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা প্রতিটি ছাত্রলীগ কর্মীকে পড়ার জন্য আহবান জানান।
