ভারত গজলডোবা ব্যারেজের ৫৪টি গেট খুলে দেয়ায় বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।এছাড়া গত ৫ দিনের ভারী বর্ষন আর উজানের ঢলে তিস্তা নদী ফুলে ফেপে উঠেছে। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে পানি। আজ রোববার সকালে তিস্তা বিপদসীমার ৭০ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জানা যায়, ভারতের গজলডোবা ব্যারেজর উজানে ভারতের দো-মোহিনী পয়েন্টে গত কয়েকদিন ধরে অবিরাম বর্ষণ হচ্ছিল। সেই সাথে পাহাড়ী ঢল। পানির চাপ সামলাতে গজলডোবার সবকটি গেট খুলে দিয়েছে ভারতীয় কতৃপক্ষ। গজলডোবার গেট খুলে দেয়ার কারণে তিস্তার বাংলাদেশ অংশে হুহু করে বাড়ছে পানি। উজান হতে ঢল বাংলাদেশের তিস্তা নদীতে ধেয়ে আসছে। ভারী বর্ষণ আর উজানের ঢলের কারণে তিস্তা ভয়াবহরূপ ধারণ করেছে।
আজ রোববার সকালে নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার (৫২ দশমিক ৪০) ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ পূর্বাভাস কেন্দ্র বিষয়টি নিশ্চিত করে তিস্তা অববাহিকায় সর্তকতা জারি করেছে। বাংলাদেশের তিস্তা ব্যারাজ এলাকার ফ্লাড বাইপাস হুমকির মুখে পড়েছে। যে কোন সময় এটি বিধ্বস্থ হতে পারে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান জানান, তিস্তায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পানি বৃদ্ধির কারণে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা অববাহিকার গ্রাম ও চর এলাকায় মাইকিং ও ঢোল পিটিয়ে মানুজনকে নিরাপদে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।-শীর্ষনিউজ
