তুরস্কের ক্ষমতাসীন জাস্টিজ এন্ড ডেভেলপমেন্ট (একে) পার্টিকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, তার নেতৃত্বে পার্টিকে কখনোই নিশ্চল হতে দেয়া হবে না।রবিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আন্টলিয়ায় দলীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।২০১৯ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে জাস্টিজ এন্ড ডেভেলপমেন্ট (একে) পার্টিকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা এরদোগান বারবার বলে আসছেন।এরদোগান বলেন, ‘যেখানে তুরস্ক ও বিশ্ব দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে সেখানে আমরা দলটিকে একটি যুগের মধ্য আবদ্ধ করে রাখতে পারি না।’
তিনি বলেন, ‘দলের জন্য যারা বোঝা হয়ে দাঁড়িয়ে তাদেরকে মূলসহ উপড়ে ফেলতে হবে। তবে, যারা উৎসাহ নিয়ে দলের প্রতি তাদের দায়িত্ব পালন করে তাদেরকে স্বাগত জানানো হবে।’দলের কিছু সদস্যদের মধ্যে সন্ত্রাসবাদী সংগঠর ফেতু’র সঙ্গে সম্ভাব্য লিঙ্ক থাকার বিষয়টি উল্লেখ করে এরদোগান বলেন, ‘ফেতু’র সঙ্গে যোগ সূত্র আছে এমন কারো সন্ধান পেলে তাৎক্ষণিক আমাদের জানাবেন। আমরা তাদের তাৎক্ষণিক রাস্তা দেখাতে বদ্ধপরিকর।’তিনি বলেন, ‘সন্ত্রাসী গোষ্ঠী ‘ফেতু’ তুরস্ক ও বিশ্বব্যাপী মুসলিম জাতিকে বিভক্ত করেছে।’যুক্তরাষ্ট্র ভিত্তিক নেতা ফেতুল্লাহ গুলেন ও ফেতু সমর্থকদের মধ্য যারা বিদেশে আশ্রয় নিয়েছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তারা পেনসিলভানিয়া, জার্মানিসহ পশ্চিমের বিভিন্ন দেশে ঘাঁটি গেড়েছে। তারা আরো অনেক দেশে পালিয়ে যেতে পারে। তারা আফ্রিকাসহ অন্য কোথাও পালিয়ে যাবে কিন্তু আমরা তাদের পেছনে ধাওয়া করব। কারণ আমার জাতিকে যারা বিভক্ত করছে তাদেরকে আমরা সহ্য করতে পারি না।’
সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন