ক’দিন আগে বাংলাদেশের দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৪ বলে ৯২ রান দেয়া নিয়ে কি বিতর্ক! কিন্তু এবার ইংলিশ ক্রিকেটে যে কাণ্ডটা হল তা নিয়ে অবশ্য বিতর্কের কোনো সুযোগ নেই।বাংলাদেশি বোলার রেগেমেগে ইচ্ছে করেই ওই কাণ্ড ঘটিয়েছিলেন।তবে ইংল্যান্ডে শেষ ওভারে ৩৫ রানের জয়ের টার্গেট ৪০ রান তুলে পূরণ করে দিলেন এক ৫৪ বছর বর্ষীয় ব্যাটসম্যান!ঠিকই পড়েছেন, ৫৪ বছর বয়সী ব্যাটসম্যান। তার নাম স্টিভ ম্যাকম্ব। খেলাটা এক ইংলিশ গ্রামের। অক্সফোর্ডশায়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের চতুর্থ বিভাগের খেলা ছিল ওটা।সাম্প্রতিক সেই ম্যাচে সুইনব্রুকের বিপক্ষে আসলে ডচেস্টার-অন-থেমস তাদের ক্লাব ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জয়টাই তুলে নিয়েছে।
