বিপুল সংখ্যক পুলিশি নিরাপত্তায় কয়েক ডজন অতি ডানপন্থী ইসরাইলি চরমপন্থী সোমবার সকালে আল-আকসা মসজিদ কম্পাউন্ডের ভিতরে প্রবেশ করেছিল। ফিলিস্তিনের সরকারি নিউজ এজেন্সি ‘ওয়াফা’র খবরে এ তথ্য জানানো হয়েছে।ওয়াফা জানায়, মসজিদ কম্পাউন্ডের উঠানে কয়েক ডজন ফিলিস্তিনি একটি ধর্মীয় সেমিনারে অংশ নেয়ার সময় ইসরাইলিরা ‘মরোক্যান’ গেট দিয়ে মসজিদ কম্পাউন্ডের ভিতরে প্রবেশ করে।১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম অবৈধভাবে দখলের পর ইসরাইল ও জর্ডানের সরকারের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, আল আকসা মসজিদ কম্পাউন্ডে ইহুদিদের পরিদর্শনের অনুমোদন দেয়া হলেও সেখানে অমুসলিমদের উপাসনাকে নিষিদ্ধ করা হয়।চুক্তি অনুযায়ী জর্ডান মসজিদটির জিম্মাদার। দেশটির সঙ্গে চুক্তি সত্ত্বেও ইসরাইলি কর্তৃপক্ষ নিয়মিত ইহুদি দর্শনার্থীদের মসজিদটিতে প্রবেশের অনুমতি দেয়। প্রায়ই তারা সশস্ত্র রক্ষী নিয়ে সেখানে প্রবেশ করে থাকে। এই দর্শনার্থীদের অধিকাংশই ডানপন্থী এবং তারা সেখানে প্রবেশের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালায়। চরমপন্থী ইসরাইলি সংগঠন ‘ইয়েরেহে’র মতে, চলতি বছরের অক্টোবরে এবং জুলাইয়ের মধ্যে কমপক্ষে ১৭,০০০ ইহুদি পবিত্র এই স্থানটি পরিদর্শন করেছে, যা গত বছরের চেয়ে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।চরমপন্থী ইসরাইলি বসতি স্থাপনকারী ও সশস্ত্র দখলদার বাহিনীর সদস্যরা আল আকসা মসজিদে নামাজের উদ্দেশ্য আগত ফিলিস্তিনিদের ওপর প্রায় আক্রমণ করে থাকে। সাম্প্রতিক সময়ে ইসরাইলি হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র: মা’ন নিউজ এজেন্সি
