দেশে বড় বন্যার পূর্বাভাসের কারণে খাদ্য মজুদ বাড়াতে চাল আমদানির ওপর শুল্ক কমানো হচ্ছে। বর্তমান শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশে আনা হচ্ছে।
বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।আজ-কালের মধ্যে এ বিষয়ে আদেশ জারি হবে বলে মন্ত্রী জানিয়েছেন।খাদ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আদেশ জারি করা হলে দুই মাসের মধ্যে দুই দফা শুল্ক কমানো হবে।খাদ্যমন্ত্রী বলেন, আরও বেশি চাল আমদানির লক্ষ্যেই সরকার আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে।চালের বাজারে অস্থিরতা কাটিয়ে উঠতে গত ২০ জুন আমদানি শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয় সরকার।এর আগে বিদেশ থেকে চাল আনতে ২৫ শতাংশ আমদানি শুল্কের সঙ্গে ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি দিতে হত। জুনে আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ করার পাশপাশি রেগুলেটরি ডিউটি পুরোপুরি তুলে নেয়া হয়।
