ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার ঘটনা পৃথিবীর সকল নৃশংস হত্যাকান্ডকে ছাড়িয়ে গেছে।জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন বঞ্চিত মানুষের জন্য সংগ্রাম করে গেছেন এ কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, এদেশের মানুষকে দাবিয়ে রাখার যে মানসিকতা পশ্চিম পাকিস্তানিরা সৃষ্টি করেছিল, স্বাধীন সাবভৌম বাংলাদেশ উপহার দিয়ে সেই মানুষদের ভাগ্যের পরিবতর্ন ঘটিয়েছিলেন তিনি।
এসময় মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করে উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
ভূমি সচিব ড. মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল হান্নান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আব্দুল আহাদ, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.ইউ.এস.এম. সাইফুল্লাহ, ভূমি মন্ত্রণালয়ের অফিসারস ও কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি রেজাউল করিম পলাশ বক্তব্য রাখেন। খবর বাসসের।
