প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আপনি নির্বাচন করবেন বলে শুনেছি। আপনি তো এলাকায় যান। আমি শুনেছি আপনি নির্বাচন করছেন। আপনি প্রশাসনের সঙ্গে কমপ্রোমাইজ করে চলছেন।’বুধবার সকালে বহুল আলোচিত মোবাইল কোর্ট মামলার শুনানিকালে তিনি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে কথাগুলো বলছিলেন। এসময় অ্যাটর্নি জেনারেল মাথা ঝাকাচ্ছিলেন এবং মিটি মিটি হাসছিলেন বলে প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানিয়েছেন।মোবাইল কোর্ট মামলার শুনানিকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, আমার বাড়ি পদ্মা নদীর পাড়ে। এখনো কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরা হয়।এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, ‘তাই? আপনার বাড়ি পদ্মার পাড়ে তাই আপনি ইলিশ দেখেন, কিন্তু আমরা তো ইলিশের গন্ধই পাই না।’প্রধান বিচারপতি আরো বলেন, আমরা আইনের বাইরে বিচার করব না, আইনের অধীনে বিচার করব। মোবাইল কোর্টের বিষয়ে যত তাড়াতাড়ি করবেন তা সবার জন্য মঙ্গল।
