বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজ বৃহস্পতিবারের দু’টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হজ ফ্লাইট দু’টি হলো- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভোর ৬টা ৫ মিনিটের বিজি-১০৭৩ ও বেলা ১টা ২৫ মিনিটের বিজি-৫০৭৩।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে হজ যাত্রী সংকটের কারণে এ হজ ফ্লাইট বাতিল করা হয়।প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করেরেছন।সূত্র জানায়, গত ২৪ জুলাই বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয়। এরপর থেকে হজ যাত্রী সংকটের কারণে এ পর্যন্ত বিমান ও সৌদি এয়ারলাইন্সের ২৫টি হজ ফ্লাইট বাতিল হয়েছে।হজ কার্যালয় জানায়, আজ দুপুর পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৭৩ হাজার ৪৫ হজযাত্রী। আর ভিসা নিয়ে টিকিট কেটে সৌদিতে যাত্রার অপেক্ষায় আছেন ৪৯ হাজার ৩৭৭ হজযাত্রী।এ বছর হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮। এর মধ্যে ১ লাখ ২২ হাজার ৪২২ জনের ভিসা হয়েছে। বাকি ৪ হাজার ৭৭৬ জনের পাসপোর্ট জমা হয়নি। ফলে ভিসা পাচ্ছেন না তারা। এ কারণে এ বছর হজে যেতে পারছেন না পৌনে ৫ হাজার হজ যাত্রী।সূত্র জানায়, হজযাত্রীদের পাসপোর্ট বাংলাদেশের সৌদি দূতাবাসে জমা দেয়ার শেষ দিন আজ। তবে হাব মহাসচিব জানিয়েছে, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে পাসপোর্ট জমা দেয়ার জন্য সৌদি সরকারের কাছে আরও ২ দিন সময় বৃদ্ধির আবেদন জানানো হয়েছে।
