বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান পদে থেকে ষোড়শ সংশোধনী নিয়ে বক্তব্যের পর তিনি যদি পদত্যাগ না করেন ধরে নিব তিনি সরকারের দালাল।বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।মওদুদ আহমদ বলেন, ‘খায়রুল হক প্রধান বিচারপতি হওয়ার যোগ্য ছিলেন না। ষোড়শ সংশোধনীর রায় নিয়ে তার যে বক্তব্য প্রকাশ পেয়েছে, সেই বক্তব্যের নিন্দা জানাই।’এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন বলেন, ‘আইনজীবীরা গণতন্ত্র ও বিচার বিভাগের জন্য কাজ করেন। এই রায় নিয়ে আইনজীবীদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ। তারা আদালত প্রাঙ্গণে মিছিল-মিটিং করছেন। এই রায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ রায় বা ঐতিহাসিক দলিল। এ নিয়ে আন্দোলন করতে হলে আপনারা টুঙ্গিপাড়া বা ধানমন্ডি ৩২ এ যান।’
