স্মরণকালের বন্যা পরিস্থিতি সরজমিনে পরিদর্শনে রবিবার দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল সাড়ে ১০টায় তিনি দিনাজপুরে আসছেন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসন।দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রাব্বী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুরে বন্যা কবলিত দূর্গত এলাকা পরিদর্শন করবেন। এছাড়াও তিনি নিজ হাতে বন্যার্তদের ত্রাণ সামগ্রী দিবেন।দিনাজপুরে বন্যা পরিস্থিতি’র উন্নতি হয়েছে। তবে বেড়েছে বানভাসী মানুষের দূভোর্গ। গৃহহীন প্রায় ৬ লাখ বানভাসী মানুষ এখন বিশুদ্ধ পানি ও খাবার সংকটে। জ্বর-সর্দি, কাশি, আমাশয়, ডায়রিয়া, পেটের পীড়াসহ বিভিন্ন রোগের প্রাদূর্ভাব দেখা দিয়েছে বানভাসী মনুষের। এজন্য স্থানীয় প্রশাসন এক’শ ২৫টি স্বাস্থ্য ক্যাম্প খুলেছে।জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র ব্যক্তিগত প্রচেষ্টায় আরো এক’শ ২০টি চিকিৎসা টিম কাজ করে যাচ্ছে ভানভাসী এলাকায়। পানি বিশুদ্ধ করণ টেবলেট, খাবার সেলাইনসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছে বন্যা দূর্গতদের। এছাড়াও সেনাবাহিনী এবং বিজিবিও চালিয়ে যাচ্ছে বানভাসী মানুষে বিনামূল্যে চিকিৎসা।দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই নগদ ১২ লাখ টাকা ৩’শ মেট্রিক টন চাল ও দু’হাজার প্যাকেট (চিড়া, গুড়, মুড়ি, বিস্কুট) শুকনো খাবার বন্যাদুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ব্যক্তিগত প্রচেষ্টায় ১৫ লাখ টাকা, ২’শ মেট্রিক টন চাল এবং সাড়ে ৩ হাজার প্যাকেট (চিড়া, গুড়, মুড়ি, বিস্কুট) শুকনো খাবার বন্যাদুর্গত এলাকায় বিতরণ করেছেন। দিন-রাত বন্যার্তদের সেবায় কাজ করে যাচ্ছেন তিনি ও তার কর্মী বাহিনী।প্রশাসন ও বিভিন্ন সংগঠন ত্রাণ সহায়তায় এগিয়ে এলেও তা পর্যাপ্ত নয়, বলে অভিযোগ পানিবন্দি মানুষের। এদিকে সেনাবাহিনীর জেএসি মেজর জেনারেল মাসুদ রাজ্জাক বুধবার দিনাজপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
