ঢাকা টেস্টে চার বছর পর দলে জায়গা পেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে চার উইকেট নিয়েছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক।রাজ্জাক ও তাইজুলের বোলিংয়ের সামনে দিনের তৃতীয় সেশনের শুরুতেই মাত্র ২২১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস।প্রথম সেশনে করুনারত্নে, গুনাথিলাকা আর চান্দিমালকে ফেরানোর পর দ্বিতীয় সেশনের শুরুতেই অর্ধশতক করা কুশল মেন্ডিসের উইকেট নেন রাজ্জাক। চারটি উইকেট নিয়েছেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।অন্য দুটি উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।২০১৪’র ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে শেষবার টেস্ট খেলেন ৩৫ বছর বয়সী বাঁহাতি অফস্পিনার।ঢাকা টেস্টের প্রথমদিনে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় শ্রীলঙ্কা।উইকেটের আবহ বুঝে লঙ্কান অধিনায়ক চতুর্থ ইনিংসে ব্যাট করতে চায়নি বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
