Home 20 বিনোদন 20 নতুন রুপে জাহিদ হাসান

নতুন রুপে জাহিদ হাসান

নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সেসব চরিত্রে তার অভিনয়ে বার বারই দর্শক মুগ্ধ হয়েছেন। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেও জাহিদ প্রশংসা কুড়িয়েছেন। তবে এবার এ অভিনেতাকে দেখা গেল একেবারে অন্য রূপে। ‘সাপলুডু’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ। আর গোলাম সোহরাব দোদুল পরিচালিত এ ছবিটি মুক্তি পাবে ২৭শে সেপ্টেম্বর। কিন্তু তার আগেই একটি গানের মাধ্যমে চমক দেখালেন জাহিদ। ‘ময়না ধুম’ শীর্ষক গানটিতে এ অভিনেতা ইশরাত পুনমের সঙ্গে নেচেছেন-গেয়েছেন। হোলি উৎসবকে ঘিরে বড় আয়োজনে করা এ গানটি যারাই দেখেছেন, তারাই বলেছেন এ কোন জাহিদ হাসান! কারণ এমন রূপে এর আগে কখনো দেখা যায়নি তাকে। ‘সাপলুডু’ সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা ও সজীব। গানে জাহিদ হাসানের দুর্দান্ত পারফরমেন্স এরইমধ্যে মুগ্ধ করছে দর্শকদের। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমায় জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

About News Desk

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

যেভাবে হিন্দু তীর্থস্থান অমরনাথ খুঁজে পেয়েছিলেন এক মুসলিম

ভারতে হিন্দু তীর্থক্ষেত্র অমরনাথ থেকে পূজা শেষ করে ফেরার পথে গত সোমবার জঙ্গিদের হামলায় সাত ...

অমিতাভ বচ্চনকে ৩২ টাকা কেন পাঠালেন এক কবি?

ভারতের অন্যতম অভিনেতা অমিতাভ বচ্চন, বিপুল ধনসম্পত্তির মালিক তিনি। তবুও কেন একজন কবি তাঁকে ৩২ ...

জনপ্রিয় নায়িকা পূর্ণিমার জন্মদিন আজ

আজ জাতীয় চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমার জন্মদিন। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির ...

ক্যামেরার সামনে সেলেব্রিটিদের ছেলেমানুষী

অ্যান্ডি গটস্‌ বিশ্বের সেরা ফটোগ্রাফারদের একজন। তার তোলা প্রথম ছবিতে মডেল হয়েছিলেন ব্রিটিশ কমেডিয়ান স্টিভেন ...

যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে কেন এতো বিতর্ক?

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার দুটি ছায়াছবিকে কেন্দ্র করে চলচ্চিত্রসেবীদের একটি অংশের দাবির মুখে বাংলাদেশ সরকার নতুন ...