নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সেসব চরিত্রে তার অভিনয়ে বার বারই দর্শক মুগ্ধ হয়েছেন। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেও জাহিদ প্রশংসা কুড়িয়েছেন। তবে এবার এ অভিনেতাকে দেখা গেল একেবারে অন্য রূপে। ‘সাপলুডু’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ। আর গোলাম সোহরাব দোদুল পরিচালিত এ ছবিটি মুক্তি পাবে ২৭শে সেপ্টেম্বর। কিন্তু তার আগেই একটি গানের মাধ্যমে চমক দেখালেন জাহিদ। ‘ময়না ধুম’ শীর্ষক গানটিতে এ অভিনেতা ইশরাত পুনমের সঙ্গে নেচেছেন-গেয়েছেন। হোলি উৎসবকে ঘিরে বড় আয়োজনে করা এ গানটি যারাই দেখেছেন, তারাই বলেছেন এ কোন জাহিদ হাসান! কারণ এমন রূপে এর আগে কখনো দেখা যায়নি তাকে। ‘সাপলুডু’ সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা ও সজীব। গানে জাহিদ হাসানের দুর্দান্ত পারফরমেন্স এরইমধ্যে মুগ্ধ করছে দর্শকদের। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমায় জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
