অলৌকিক ক্ষমতার দাবি করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। গ্রামে সবার কাছে বলে বেড়ান অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি। একদিন তার ওপর বজ্রপাত হয়। কিন্তু সেখান থেকে তিনি বেঁচে যান। এরপর থেকে এ অভিনেতা নিজেকে অন্যরকম পরিচয় দিতে শুরু করেন। ‘ম্যাগনেট বাবু’ শিরোনামের একটি নাটকে এভাবে দেখা যাবে এ অভিনেতাকে। এটি নির্মাণ করেছেন তপু খান। নাটকটিতে মোশাররফ করিমের বিপরীতে আছেন সারিকা। মোশাররফ বলেন, নাটকের গল্পটি গতানুগতিক নাটক থেকে ব্যাতিক্রম। একজন মানুষ নিজেকে কীভাবে মিথ্যা এবং রং লাগিয়ে উপস্থাপন করে। এই নাটকে দর্শক সেটি দেখতে পাবে। এদিকে এ অভিনেতা সম্প্রতি ‘গল্পওয়ালা’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। এটিতে তাকে দেখা যাবে লেখকের চরিত্রে। যিনি একজন প্রতিশ্রুতিশীল চিত্রনাট্যকার। যিনি গল্পের মাঝে ডুব দিয়ে নতুন নতুন চরিত্রকে তুলে আনেন। সন্দেহের বাতিক নিয়ে গল্প লিখতে গিয়ে নিজের সংসারে বিভিন্ন অশান্তি শুরু হয় তার। এটি রচনা ও পরিচালনা করেছেন মুরসালিন শুভ।